Thursday, 02 March 2023 10:26 |
গত ২৮ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিঃ বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬৭ তম প্রতিষ্ঠা দিবস (ডায়াবেটিস সচেতনতা দিবস) উদযাপন উপলক্ষে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট (ইকরি) প্রতি বছরের ন্যায় এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে। ইব্রাহিম কার্ডিয়াকের পক্ষ হতে একটি প্রতিনিধি দল বাডাস এর প্রতিনিধিদের সঙ্গে বারডেম পার্কিং ভবনের নীচ থেকে টেনিস ক্লাব সংলগ্ন রমনা গেট পর্যন্ত সামঞ্জস্যপূর্ণ শ্লোগান লেখা প্ল্যাকার্ড / ফেস্টুন হাতে সড়কের পাসে ফুটপাথে দাঁড়িয়ে “ডায়াবেটিস সচেতনতা দিবস” আয়োজিত র্যালিতে অংশগ্রহন করে এবং ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের ৬ষ্ঠ তলার ছাদে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর পক্ষ হতে একগুচ্ছ বেলুন আকাশে উড়িয়ে দিনটিকে উদযাপন করা হয়।
ডায়াবেটিস সচেতনতা দিবস ২০২৩, এবারের প্রতিপাদ্য বিষয় ছিল - 'ডায়াবেটিস নিয়ন্ত্রন সর্বক্ষন সুস্থ দেহ, সুস্থ মন'
উক্ত বিশেষ দিনে ফ্রি মেডিকেল ক্যাম্প এর অংশ হিসেবে ইব্রাহিম কার্ডিয়াকে আগত সমস্ত রোগী ও ভিজিটরগণকে বিনামূল্যে ডায়াবেটিস রোগের পরীক্ষা (ব্লাড সুগার) করা হয়।
ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষ্যে হসপিটালে আগত রেজিস্ট্রেশনকৃত রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ সরবরাহ এবং গিফট হিসেবে ইব্রাহিম কার্ডিয়াকের লগো সম্মলিত মাস্ক, ব্যাগ ও কার্ডিয়াক স্বাস্থ্য সম্পর্কিত পুস্তিকা (কার্ডিয়াক বার্তা)/ খাদ্য নির্দেশিকা প্রদান করা হয়। দিবসটি উপলক্ষ্যে ইব্রাহিম কার্ডিয়াকের সকল স্টাফ ও রোগীদের জন্য বিশেষ ডিসকাউন্ট প্রদান করা হয়।
ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এর প্রধান নির্বাহি কর্মকর্তা মহোদয়ের নির্দেশনা মোতাবেক ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের ইমার্জেন্সী প্রবেশ গেট ও পার্কিং বিল্ডিং এর গেট সাজানো (বেলুন এর মাধ্যমে) হয়। এবারের ইব্রাহিম কার্ডিয়াকের নিজস্ব কর্মসূচীর অংশ হিসেবে ৪র্থ তলার ১ ও ২ নম্বর লবীতে অবস্থিত টেলিভিশনে বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি, ও স্বাধীনতা পদক প্রাপ্ত জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান; ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এর প্রধান নির্বাহি কর্মকর্তা অধ্যাপক এম এ রশিদ সহ অন্যান্য অনেক বিশেষজ্ঞ ডাক্তারের স্বাস্থ্য সেবা সংক্রান্ত বিভিন্ন বক্তব্যের ভিডিও এবং ইমারজেন্সি গেটে থাকা ডিজিটাল বোর্ডে ডায়বেটিস সচেতনতামূলক বিভিন্ন স্থির চিত্র প্রচার করা হয়।
|