Ibrahim Cardiac
 
 
 
 
 
 
 
ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকবৃন্দ ও কর্মকর্তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পদোন্নতিপত্র প্রদান PDF Print E-mail
Wednesday, 22 February 2023 15:35

 

গত ২০ ফেব্রুয়ারী, ২০২৩ খ্রিঃ সোমবার দুপুর ১২:৩০ ঘটিকায় মেজর সালেক চৌধুরী, বীর উত্তম কনফারেন্স হলে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর পদোন্নতিপ্রাপ্ত চিকিৎসকবৃন্দ ও কর্মকর্তাদের মধ্যে আনুষ্ঠানিকভাবে পদোন্নতিপত্র প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সম্মানিত যুগ্ম-মহাসচিব অধ্যাপক রশিদ-ই-মাহবুব। আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এম এ রশীদ, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি; অধ্যাপক এম মাকসুমুল হক, বিভাগীয় প্রধান, কার্ডিওলজি; অধ্যাপক ডা. মাসুম সিরাজ, বিভাগীয় প্রধান, কার্ডিয়াক সার্জারী; অধ্যাপক ডা. জিএম ফারুক, কোর্স ডিরেক্টর এবং অন্যান্য সিনিয়র চিকিৎসক ও বিভাগীয় ব্যবস্থাপকবৃন্দ।