Thursday, 17 November 2022 09:53 |
তারিখ: ১৬ই নভেম্বর, ২০২২ খ্রি.
জরুরি বিজ্ঞপ্তি
এতদ্বারা ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর পণ্য সরবরাহকারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় রাজস্ব বোর্ডের অক্টোবর ২৬, ২০২২ খ্রি. তারিখে জারিকৃত এস.আর.ও নং-৩২৫ আইন/২০২২/২০৬-মূসক এর সুষ্ঠু প্রতিপালনকল্পে যে সমস্ত সরবরাহকারী ১৫% ভ্যাট প্রদর্শনপূর্বক মূসক-৬.৩ চালান ইস্যু করছেন তাদের নিকট হতে সর্বশেষ অর্থ-বছরের Integrated VAT Administration System (IVAS) হতে প্রাপ্ত নিয়মিত দাখিল পেশ সংক্রান্ত প্রত্যয়ন বা মূসক সম্মাননাপত্র (অনার কার্ড/মূসক-১৮.৫) অথবা, সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার নিকট হতে প্রাপ্ত প্রত্যয়নপত্র বা মূসক সম্মাননাপত্র প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে মূসক সম্মাননাপত্র বা এ সংক্রান্ত প্রত্যয়নপত্র দাখিলের ব্যর্থতায় দাখিলকৃত বিল হতে এস.আর.ও. নং-১৭৯-আইন/২০২২/১৯২-মূসক অনুযায়ী ১৫% হারে উৎসে মূসক কর্তন করা হবে।
মূসক সম্মাননাপত্র অথবা, সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তার নিকট হতে প্রাপ্ত প্রত্যয়নপত্রটি-
১. স্বশরীরে/হাতে হাতে ইকরির অর্থ ও হিসাব বিভাগে জমা দিন,
অথবা,
২. নিচের লিংক-এ প্রবেশ করে বা কিউআর কোডটি স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য পূরণপূর্বক সনদটি আপলোড করুন
https://forms.gle/7B2qEMmdUGydNvZp8

(স্বাক্ষরিত)
অধ্যাপক ডা. এম এ রশীদ
প্রধান নির্বাহী কর্মকর্তা ও
সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি
সংযুক্তি: এস.আর.ও নং-৩২৫ আইন/২০২২/২০৬-মূসক
|
Last Updated on Thursday, 17 November 2022 09:56 |