Ibrahim Cardiac
 
 
 
 
 
 
 
বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২১ PDF Print E-mail
Monday, 15 November 2021 09:55

 

গত ১৪ নভেম্বর ২০২১ খ্রি: ছিল বিশ্ব ডায়াবেটিস দিবস। এ উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে সকাল ৮ টায় এক রোড শো এর আয়োজন করা হয়, উক্ত রোড শো তে ইব্রাহিম কার্ডিয়াকের পক্ষ হতে উপস্থিত ছিলেন ডাঃ মোঃ মজিবুর রহমান, হসপিটাল সুপারিনটেনডেন্ট, জনাব মোঃ মতিউর রহমান খান, ব্যবস্থাপক, প্রশাসন, জনাব কে. এম. কামরুজ্জামান, এমআইএস এন্ড আইটি ইনচার্জ, এছাড়াও নার্স সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ।

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২১ এর এবারের প্রতিপাদ্য বিষয় ছিল - 'ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়'

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ইব্রাহিম কার্ডিয়াকের সকল স্টাফ এবং রোগীদের জন্য বিশেষ ডিসকাউন্ট প্রদান করা হয়। এছাড়াও ইব্রাহিম কার্ডিয়াকের নিচতলা (ফার্মেসির সামনে) এবং অরগ্যান ট্রান্সপ্লান্ট বিল্ডিং (৫ম তলা) এ বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করা হয়।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ইব্রাহিম কার্ডিয়াকের ৩য় তলার ১ ও ২ নম্বর লবির টিভি ডিসপ্লেতে ডায়াবেটিস সচেতনতা মূলক ভিডিও এবং গ্রাউন্ড ফ্লোর ডিসপ্লেতে ডায়াবেটিস সচেতনতা মূলক তথ্য প্রচার করা হয়।