Ibrahim Cardiac
 
 
 
 
 
 
 
বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২২, উদযাপন PDF Print E-mail
Wednesday, 23 November 2022 08:10

 

গত ১৪ নভেম্বর ২০২২ খ্রি: ছিল বিশ্ব ডায়াবেটিস দিবস। এ উপলক্ষ্যে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে সকাল ৮ টায় রোড শো এর আয়োজন করা হয়, উক্ত রোড শো তে ইব্রাহিম কার্ডিয়াকের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নার্স সহ অনেকেই অংশগ্রহণ করেন।

বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২২, এবারের প্রতিপাদ্য বিষয় ছিল - 'আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন'

ইব্রাহিম কার্ডিয়াকের OPD ফার্মেসি-১ এবং অরগ্যান ট্রান্সপ্লান্ট বিল্ডিং এর ৪র্থ তলার OPD ফার্মেসি-২ এর সামনে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থা করা হয়। বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে হসপিটালে আগত রেজিস্ট্রেশনকৃত আগত রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা এবং গিফট হিসেবে মাস্ক ও কার্ডিয়াক বার্তা প্রদান করা হয়। দিবসটি উপলক্ষ্যে ইব্রাহিম কার্ডিয়াকের সকল স্টাফ ও রোগীদের জন্য বিশেষ ডিসকাউন্ট প্রদান করা হয়।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে ইব্রাহিম কার্ডিয়াকের ৩য় তলার ১ ও ২ নম্বর লবিতে অবস্থিত টিভি ডিসপ্লেতে ডায়াবেটিস সচেতনতা মূলক বিভিন্ন ভিডিও এবং ডিসপ্লেতে ডায়াবেটিস সচেতনতা মূলক তথ্য প্রচার করা হয়।

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে দুপুর ১২.৩০ মিনিটে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের মেজর সালেক চৌধুরী বীর উত্তম কনফারেন্স হলে, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি, অধ্যাপক ডা. এম এ রশীদ এর সভাপতিত্বে, ডায়াবেটিস ও হৃদরোগের প্রতিকার বিষয়ক এক আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. গোলাম মোহাম্মদ ফারুক, অনারারী সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি ও কোর্স ডিরেক্টর, পোষ্ট গ্রাজুয়েট মেডিকেল কোর্সেস; অধ্যাপক এস এম আশরাফুজ্জামান, প্রাক্তন বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি ও ডায়াবেটলজি, বারডেম; অধ্যাপক ডা. মো. রেজাউল করিম, সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি বিভাগ; ডা. মোহাম্মদ নজরুল হোসেন, বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ও কনসালটেন্ট, নিউরোসার্জারী বিভাগ; ডাঃ মোঃ মজিবুর রহমান, হসপিটাল সুপারিনটেনডেন্ট, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল। এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র হসপিটালের অন্যান্য চিকিৎসকবৃন্দ, উর্ধতন কর্মকর্তাবৃন্দ, ডায়াবেটিস রোগী সহ আরও অনেকে। উক্ত অনুষ্ঠানে ডায়াবেটিস রোগীরা তাদের রোগ সংক্রান্ত প্রশ্ন করেন এবং বিশেষজ্ঞ চিকিৎসকগণ তার উত্তর প্রদান করেন।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন, ডা. এসএমজি সাকলায়েন, সহযোগী অধ্যাপক ও  কনসালটেন্ট, বিভাগীয় প্রধান, ভাসকুলার সার্জারী বিভাগ।

উক্ত অনুষ্ঠানে মাইটিভি, মোহনা টিভি, দেশ টিভি, এটিএন নিউজ সহ দেশের স্বনামধন্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানটি ইব্রাহিম কার্ডিয়াকের ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার করা হয়।