Ibrahim Cardiac
 
 
 
 
 
 
 
Bangladesh College of Physicians & Surgeons (BCPS) এর পরিদর্শন টিম ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এ পরিদর্শনে আসেন PDF Print E-mail
Monday, 14 November 2022 22:53

 

গত ০৯ নভেম্বর বুধবার, ২০২২ খ্রিঃ ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের চলমান কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি ও কার্ডিয়াক এনেসথেসিওলজি বিভাগে একাডেমিক ট্রেনিং সমুহের মেয়াদ বর্ধিত করার জন্য আবেদনের পরিপ্রেক্ষিতে Bangladesh College of Physicians & Surgeons (BCPS) হতে অধ্যাপক ডা. এ.বি.এম মুকসুদুল আলম, প্রিন্সিপাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এর নেতৃত্বে একটি টিম ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে পরিদর্শনে আসেন। পরিদর্শন টিমের অন্যান্য সদস্যগণ হলেন অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান রতন, চেয়ারম্যান, কার্ডিয়াক সার্জারি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়; অধ্যাপক মোঃ আব্দুল কাদের আকন্দ, বিশিষ্ট কার্ডিওলজিস্ট; জনাব মোঃ কামাল হোসেন, সহকারী পরিচালক, বিসিপিএস । উক্ত অনুষ্ঠানে কার্ডিওলজি বিভাগের পক্ষ থেকে অধ্যাপক ডাঃ মোঃ লিয়াকত আলি, কার্ডিয়াক সার্জারি বিভাগ এর পক্ষ থেকে বিভাগীয় প্রধান, অধ্যাপক ডাঃ মাসুম সিরাজ, কার্ডিয়াক এনেসথেসিওলজি বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ সিরাজুল ইসলাম, ভাস্কুলার সার্জারি হতে বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ডাঃ এসএমজি সাকলায়েন ও নিউরোসার্জারি হতে বিভাগীয় প্রধান, সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মাদ নজরুল হোসেন Presentation এর মাধ্যমে তাদের বিভাগীয় কার্যক্রম পরিদর্শক টিমের নিকট তুলে ধরেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফ উদ্দিন, মহাসচিব, বাডাস; অধ্যাপক ডাঃ এম এ রশিদ, প্রধান নির্বাহী কর্মকর্তা, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল; ডাঃ মোঃ মজিবুর রহমান, হসপিটাল সুপারিনটেনডেন্ট এবং ইব্রাহিম কার্ডিয়াকের সকল বিভাগীয় প্রধানগণ সহ আরও অনেকে।