Ibrahim Cardiac
 
 
 
 
 
 
 
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম এর ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি PDF Print E-mail
Monday, 06 September 2021 16:54

অদ্য ৬ সেপ্টেম্বর ২০২১ খ্রিস্টাব্দে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম এর ৩২তম মৃত্যুবার্ষিকী "সেবা দিবস" উদযাপন উপলক্ষ্যে ইব্রাহিম কার্ডিয়াকের গৃহীত কর্মসূচি বাস্তবায়নের পদক্ষেপ হিসেবে, আগত এবং ভর্তিকৃত সকল রোগীদেরকে এবং হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীদেরকে ফেইস মাস্ক (লোগো ও সেবা দিবসের লেখা সম্বলিত) প্রদান করা হয়।

ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের গ্রাউন্ড ফ্লোর ডিসপ্লেতে জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম এর  ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি বেনার প্রদর্শন করা হয়। ইব্রাহিম কার্ডিয়াকের ৪র্থ তালার লবিতে জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম এর ভিডিও ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।

জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম এর ৩২তম মৃত্যুবার্ষিকী "সেবা দিবস" উদযাপন উপলক্ষ্যে বিশেষ “কার্ডিয়াক বার্তা” প্রকাশ করা হয়।

জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম এর ৩২তম মৃত্যুবার্ষিকী "সেবা দিবস" উদযাপন উপলক্ষ্যে ইব্রাহিম কার্ডিয়াকের মেজর সালেক বীর উত্তম কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। যা ইব্রাহিম কার্ডিয়াকের ফেইসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার করা হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, সভাপতি, বাডাস; এবং অধ্যাপক ডা. এম এ রশীদ, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল। আলোচনা সভাটি সঞ্চালন করেন ডা. এসএমজি সাকলায়েন, সহযোগী অধ্যাপক ও কনসালটেন্ট, বিভাগীয় প্রধান, ভাসকুলার সার্জারী বিভাগ, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল।