Monday, 27 December 2021 09:36 |
গত ২৬ ডিসেম্বর, ২০২১ সকাল ১১.০০ টায় ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রির্সাচ ইনস্টিটিউটের ৪র্থ তলায় ”মেজর সালেক চৌধুরী বীর উত্তম কনফারেন্স হল” এবং ৫ম তলায় “আব্দুর রহিম চৌধুরী কার্ডিওলজি ওয়ার্ড” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী জনাব এম এ মান্নান, এমপি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত হলটি শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রির্সাচ ইনস্টিটিউটের বোর্ড অব অ্যাডভাইজার্স এর সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক মাহমুদর রহমান। এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ন্যায়পাল মেজর জেনারেল (অব.) অধ্যাপক এ আর খান, নিউ এশিয়া লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব এ মতিন চৌধুরী এবং ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রির্সাচ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি অধ্যাপক ডাঃ এম এ রশীদ। উক্ত অনুষ্ঠানে ইব্রাহিম কার্ডিয়াক ছাড়াও বাডাস ও বারডেমের উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
|