Ibrahim Cardiac
 
 
 
 
 
 
 
“শরীফা রোকসানা একাডেমিক সেকশন” এর ফলক উন্মোচন ও সমঝোতা স্মারকে স্বাক্ষর PDF Print E-mail
Sunday, 30 May 2021 17:42

“শরীফা রোকসানা একাডেমিক সেকশন” এর ফলক উন্মোচন ও সমঝোতা স্মারকে স্বাক্ষর

 

অদ্য ৩০ শে মে ২০২১ খ্রিঃ (রবিবার) সকাল ১১.০০ টায় মেজর সালেক চৌধুরী বীর উত্তম কনফারেন্স হলে “শরীফা রোকসানা একাডেমিক সেকশন” এর শুভ উদ্বোধন উপলক্ষ্যে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, সভাপতি, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি; জনাব মোহাম্মদ সাইফ উদ্দিন, মহাসচিব, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি; অধ্যাপক মাহমুদর রহমান, চেয়ারম্যান, বোর্ড অব অ্যাডভাইজার্স, ইকরি; অধ্যাপক এম এ রশীদ, সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি ও প্রধান নির্বাহী কর্মকর্তা, ইকরি; শরীফা রোকসানা রহমান, চেয়ারম্যান, রাজারবাগ সার্ভিস স্টেশন এবং শরীফ মো: আদিলুর রহমান, ব্যবস্থপনা পরিচালক, রাজারবাগ সার্ভিস স্টেশন। উক্ত সভায় ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর সাথে রাজারবাগ সার্ভিস স্টেশনের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক এম এ রশীদ এবং রাজারবাগ সার্ভিস স্টেশনের ব্যবস্থাপনা পরিচালক শরীফ মোঃ আদিলুর রহমান। বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ও ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের চিকিৎসকসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে শরীফা রোকসানা একাডেমিক সেকশন এর ফলক উন্মোচন করা হয়।