ADVERTISEMENT - 2023
1. Pharmacy Sales Assistant. Click here for Details
2. Medical Technologist (X-ray). Click here for Details
3. লন্ড্রি মেশিন হেলপার. বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
# Application From for Doctors and Others. Click Here for download
# Application Form for Diploma in Cardiac Nursing, 2023 Click here for download
আবেদনের নিয়মাবলী (চিকিৎসক এবং অন্যান্য):
আগ্রহী প্রার্থীদেরকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন পত্র ইব্রাহিম কার্ডিয়াকের হেল্প ডেস্ক/ইনফরমেশন ডেস্ক থেকে ফরমে উল্লেখিত নির্দিষ্ট পরিমান টাকা জমা দিয়ে সংগ্রহ করতে হবে এবং নির্দেশনা অনুসারে ফরম পূরন করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ইব্রাহিম কার্ডিয়াকের ৬ষ্ট তলা মানব সম্পদ বিভাগে জমা দিতে হবে। অথবা ইব্রাহিম কার্ডিয়াকের ওয়েব সাইট (http://ibrahimcardiac.org.bd/) থেকেও আবেদন ফরম ডাউনলোড করা যাবে। সেক্ষেত্রে আবেদন করার পূর্বে ০১৭১৪-০০৬৭০৫ এই বিকাশ নম্বরে ফরমে উল্লেখিত নির্দিষ্ট পরিমান টাকা পেমেন্ট করে আবেদন ফরমের নির্ধারিত স্থানে বিকাশ TRX ID (টাকা পাঠানোর পর ফিরতি ম্যাসেজে যে ID আসে) এবং বিকাশ মোবাইল নম্বর (যে নম্বর থেকে বিকাশ করা হয়েছে) অবশ্যই উল্লেখ করতে হবে এবং ইব্রাহিম কার্ডিয়াকের ৬ষ্ট তলা মানব সম্পদ বিভাগে জমা দিতে হবে।
আবেদনের নিয়মাবলী (ডিপ্লোমা ইন কার্ডিয়াক নার্সিং):
আগ্রহী প্রার্থীদেরকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন পত্র ইব্রাহিম কার্ডিয়াকের হেল্প ডেস্ক/ইনফরমেশন ডেস্ক থেকে ৫০০/- টাকা জমা দিয়ে সংগ্রহ করতে হবে এবং নির্দেশনা অনুসারে ফরম পূরন করে প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে ইব্রাহিম কার্ডিয়াকের নার্সিং কোর্স কো-অর্ডিনেটরের কার্যালয়ে (প্রশিক্ষন কক্ষ, ৯ম তলা, কার পার্কিং বিল্ডিং, শাহবাগ, ঢাকা) জমা দিতে হবে এবং প্রবেশ পত্র সংগ্রহ করতে হবে। অথবা ইব্রাহিম কার্ডিয়াকের ওয়েব সাইট (http://ibrahimcardiac.org.bd/) থেকেও আবেদন ফরম ডাউনলোড করা যাবে। সেক্ষেত্রে আবেদন করার পূর্বে ০১৭১৪-০০৬৭০৫ এই বিকাশ নম্বরে ৫০০/- (পাঁচশত) টাকা পেমেন্ট করে আবেদন ফরমের নির্ধারিত স্থানে বিকাশ TRX ID (টাকা পাঠানোর পর ফিরতি ম্যাসেজে যে ID আসে) এবং বিকাশ মোবাইল নম্বর (যে নম্বর থেকে বিকাশ করা হয়েছে) অবশ্যই উল্লেখ করতে হবে এবং কোর্স কো-অর্ডিনেটরের দপ্তরে জমা দিতে হবে। চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
A concern of the Diabetic Association of Bangladesh
ISO 9001:2008 QMS CERTIFIED
122 Kazi Nazrul Islam Avenue, Shahbag, Dhaka-1000.
website: www.ibrahimcardiac.org.bd, Phone : 9671141- 43, 9671145 – 47, Ext- 208, 207, HOT LINE:10677
|