Ibrahim Cardiac
 
 
 
 
 
 
 
নিউজ ব্রডকাস্টার এলায়েন্স সোসাইটি অব বাংলাদেশ (এনবিএ) ও ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় PDF Print E-mail
Sunday, 22 May 2022 08:42

 

গত ১৯ মে রোজ বৃহস্পতিবার বেসরকারি রেডিও টিভি স্টেশনের সংবাদ পাঠকদের সংগঠন নিউজ ব্রডকাস্টার এলায়েন্স সোসাইটি অব বাংলাদেশ (এনবিএ) ও ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় এনবিএ এর সদস্য ও তার পরিবার হ্রাসকৃত মূল্যে হাসপাতালের সার্ভিসসমূহ গ্রহণ করতে পারবে। এ সময় এনবিএ এর প্রেসিডেন্ট মুমতাহিনা হাসনাত রীতু, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলজি, অধ্যাপক ডা. এম এ রশীদ, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের বোর্ড অব অ্যাডভাইজার্স এর চেয়ারম্যান অধ্যাপক ডা. মাহমুদর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।