Ibrahim Cardiac
 
 
 
 
 
 
 
ডিপ্লোমা ইন কার্ডিয়াক নার্সিং এর ১০ম ব্যাচ, সেশন: ২০২১-২০২২ এর আনুষ্ঠানিক শুভ উদ্ধোধন PDF Print E-mail
Thursday, 09 September 2021 15:57

গত ৭ সেপ্টেম্বর ২০২১ খ্রি: ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল কর্তৃক পরিচালিত, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক অনুমোদিত ডিপ্লোমা ইন কার্ডিয়াক নার্সিং এর ১০ম ব্যাচ, সেশন: ২০২১-২০২২ এর আনুষ্ঠানিক শুভ উদ্ধোধন অনুষ্ঠান সকাল ১১ টায় মেজর সালেক বীর উত্তম কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. এম এ রশীদ, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি, ইকরি; অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নার্সিং কোর্সের এডভাইজার অধ্যাপক লে. ক. (অব.) ডা. মো. হামিদুর রহমান, সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, কার্ডিয়াক এ্যানেসথেসিওলজি; ডাঃ মোঃ মজিবুর রহমান, হসপিটাল সুপারিনটেনডেন্ট; অধ্যাপক ডা. জি. এম. ফারুক, কোর্স ডিরেক্টর, পোষ্ট গ্রাজুয়েট মেডিকেল কোর্সেস ও অনারারী সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি বিভাগ; অধ্যাপক ডা. মো. রেজাউল করিম, অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি বিভাগ; আব্দুল আজিজ সিকদার, ব্যবস্থাপক, নার্সিং সার্ভিসেস; জনাব মাসুম খান, ব্যবস্থাপক, অর্থ ও হিসাব; জনাব মো. মানজুরুল হক, ব্যবস্থাপক, মানব সম্পদ; জনাব মোঃ মতিউর রহমান খান, ব্যবস্থাপক, প্রশাসন; বিপেন বিহারী কর্মকার, লাইব্রেরিয়ান; জনাব কে. এম. কামরুজ্জামান, এমআইএস এন্ড আইটি ইনচার্জ; এছাড়াও ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের চিকিৎসক, নার্স সহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ ও নতুন ভর্তিকৃত নার্সগণ উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, মোছা: জীবন নাহার, নার্সিং কোর্স কো-অডিনেটর।