Ibrahim Cardiac
 
 
 
 
 
 
 
বাংলাদেশের “জাতীয় অধ্যাপক” নিযুক্ত হওয়ায় অধ্যাপক এ কে আজাদ খান ও অধ্যাপক মাহমুদ হাসানকে সংবর্ধনা PDF Print E-mail
Saturday, 29 May 2021 15:46

বাংলাদেশের “জাতীয় অধ্যাপক” নিযুক্ত হওয়ায় অধ্যাপক এ কে আজাদ খান ও অধ্যাপক মাহমুদ হাসানকে সংবর্ধনা

 

গত ২৫ শে মে ২০২১ খ্রিঃ ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর মেজর সালেক চৌধুরী বীর উত্তম কনফারেন্স হলে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান ও ডায়াবেটিক সমিতির ন্যাশনাল কাউন্সিলের সম্মানিত সদস্য ও বাংলাদেশ গ্যাস্ট্রো এনন্ট্রোলজি সোসাইটির সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান, উভয়েই জাতীয় অধ্যাপক নিযুক্ত হওয়ায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এর পক্ষ থেকে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, সভাপতি, বাডাস; মোহাম্মদ সাইফ উদ্দিন, মহাসচিব, বাডাস; অধ্যাপক মাহমুদর রহমান, চেয়ারম্যান, বোর্ড অব অ্যাডভাইজার্স, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল; আব্দুল মুয়ীদ চৌধুরী, সহ-সভাপতি, বাডাস; ডা. সারওয়ার আলী, সহ -সভাপতি, বাডাস; অধ্যাপক নাজমা হক, অধ্যক্ষ, ইব্রাহিম মেডিকেল কলেজ। এ ছাড়াও উপস্থিত ছিলেন বাডাস, বারডেম ও ইব্রাহিম কার্ডিয়াক এর উর্ধতন কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান ও জাতীয় অধ্যাপক মাহমুদ হাসানকে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে ক্রেস্ট উপহার দিয়ে অভিনন্দন জানানো হয়। এ ছাড়া জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানকে কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে ক্রেস্ট এবং চিটাগাং ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।