Monday, 16 November 2020 18:43 |
১৪ নভেম্বর - বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন
গত ১৪ নভেম্বর (শনিবার) - বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে কোভিড-১৯ মহামারির বিষয় বিবেচনা করে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এন্ড রির্সাচ ইনস্টিটিউট সামঞ্জস্যপূর্ন শ্লোগান লেখা প্লাকার্ড হাতে বাডাস পার্কিং ভবন হতে মৎস্য ভবনের দিকে যাওয়ার রাস্তার পাশে সামাজিক দুরত্ব বজায় রেখে মানব বন্ধন করা হয়। বিশ্ব ডায়াবেটিস দিবস এর এবারের প্রতিপাদ্য “ডায়াবেটিস - সেবায় পার্থক্য আনতে পারেন নার্সরাই”। ইব্রাহিম কার্ডিয়াকের নিজস্ব কর্মসূচীর অংশ হিসেবে লাইভ টিভি প্রোগ্রামের (ডক্টরস টিভি, বিডি) আয়োজন করা হয়। উক্ত লাইভ টিভি প্রোগ্রামে উপস্থিত ছিলেন ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল এন্ড রির্সাচ ইনস্টিটিউট এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি, অধ্যাপক ডা. এম এ রশীদ। যা একই সাথে ইব্রাহিম কার্ডিয়াকের ইউটিউব এবং ফেসবুকে লাইভ সম্প্রচার করা হয়। ইকরির সামনে ডিসপ্লেতে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রচার এবং ৪র্থ তলার লবিতে অবস্থিত টেলিভিশন ও অডিও ভিজ্যুয়ালের মাধ্যমে ডায়াবেটিস সর্ম্পকীয় স্বাস্থ্য সেবা সংক্রান্ত বিভিন্ন বক্তব্য যেমন:- কোভিড-১৯ মহামারিতে ডায়াবেটিক রোগীর যত্ন, ডায়াবেটিস ও তার জটিলতা, স্নায়ুর উপর ডায়াবেটিস এর প্রভাব, ডায়াবেটিক রোগীর ব্যবস্থাপনায় নার্সদের ভূমিকা, ডায়াবেটিস ও পুষ্টি প্রচার করা হয়। উক্ত বার্তা প্রচারে অংশগ্রহন করেন গন্যমান্য ডাক্তারগণ, নার্স এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রতি বছরের ন্যায় এবারও ইব্রাহিম কার্ডিয়াক ও মুজিব শতবর্ষের লোগো সম্বলিত বেলুন উড্ডয়ন করা হয় এবং ইব্রাহিম কার্ডিয়াকের ইমার্জেন্সী প্রবেশ গেট গুচ্ছ বেলুন দিয়ে সজ্জিত করা হয়।
|
Last Updated on Tuesday, 17 November 2020 08:49 |