Ibrahim Cardiac
 
 
 
 
 
 
 
বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলা এবং হাসপাতালের আর্থিক ব্যয় নির্বাহ বিষয়ে পরিকল্পনা গ্রহন সংক্রান্ত জরুরী সভা PDF Print E-mail
Saturday, 11 April 2020 12:48

বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলা এবং হাসপাতালের আর্থিক ব্যয় নির্বাহ বিষয়ে পরিকল্পনা গ্রহন সংক্রান্ত জরুরী সভা

 

ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইন্সটিটিউটে গত ০৯-০৪-২০২০ খ্রীঃ রোজ বৃহস্পতিবার বেলা ১১ টায় অরগান ট্রান্সপ্লান্ট ভবনের (৪র্থ তলায়) শহীদ মেজর সালেক চৌধুরী, বীর উত্তম কনফারেন্স কক্ষে বর্তমানে বাংলাদেশে করোনা ভাইরাসের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং হাসপাতালের আর্থিক ব্যয় নির্বাহ বিষয়ে পরিকল্পনা গ্রহন প্রসঙ্গে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র হসপিটালের বোর্ড অব ম্যানেজমেন্ট এর সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক ডা. মাহমুদুর রহমান। উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সম্মানিত সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইন্সটিটিউটের উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডা. এম এ রশিদ আরো উপস্থিত ছিলেন অধ্যাপক এম মাকসুমুল হক, সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান কার্ডিওলজি, অধ্যাপক ডা. মো. লিয়াকত আলী, সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি, অধ্যাপক ডা. মো. সাইদুর রহমান খান, সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি, অধ্যাপক ডা. মাশহুদ জিয়া চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি, অধ্যাপক ডা. মাসুম শিরাজ, সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, কার্ডিয়াক সার্জারি, অধ্যাপক লে. ক. (অব.) ডা. মো. হামিদুর রহমান, সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, কার্ডিয়াক এ্যানেসথেসিওলজি, ডা. নওশীন সিরাজ, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, রেডিওলজি ও ইমেজিং বিভাগ, ডা. এসএমজি সাকলায়েন, সহকারী অধ্যাপক ও সহযোগী কনসালটেন্ট, ভাসকুলার সার্জারি, ডা. মোহাম্মদ নজরুল হোসেন, সহযোগী অধ্যাপক ও কনসালটেন্ট এবং বিভাগীয় প্রধান, নিউরোসার্জারী বিভাগ, অধ্যাপক ডা. গোলাম মোহাম্মদ ফারুক, কোর্স ডিরেক্টর, পোষ্ট গ্রাজুয়েট মেডিক্যাল কোর্স, ডা. মো মজিবুর রহমান, হসপিটাল সুপারিনটেনডেন্ট, আয়েশা সিদ্দিকা, ডেপুটি নার্সিং সুপারিনটেনডেন্ট এছাড়াও অন্যান্য বিভাগের ব্যবস্থাপক উক্ত সভায় উপস্থিত ছিলেন। সভায় পরিবর্তিত এ পরিস্থিতিতে রোগীদের সেবা পূর্বের মত অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রধান নির্বাহী কর্মকর্তা হাসপাতালের আয় ব্যপক হারে কমে যাওয়া সত্ত্বেও হাসপাতালের সকল চিকিৎসক ও স্টাফদের বেতন স্বাভাবিকভাবে অব্যাহত রাখার নিশ্চয়তা প্রদান করেন। একই সঙ্গে হাসপাতালের সব ধরনের সেবা চালিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করেন এবং রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করার উপর গুরুত্ব প্রদান করেন।

 

Last Updated on Saturday, 11 April 2020 14:07