CURRENT JOB ADVERTISEMENT - 2020
ডেমো পরীক্ষার্থীদের নাম ও রোল নম্বর। ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
আবেদনের নিয়মাবলীঃ
ইব্রাহিম কার্ডিয়াকের নির্ধারিত আবেদনপত্রে প্রার্থীদেরকে আবেদন করতে হবে। আবেদনপত্র নিম্নরুপভাবে সংগ্রহ করা যাবেঃ
ক) ইব্রাহিম কাডিয়াক হসপিটালের ওয়েব সাইট (www.ibrahimcardiac.org.bd) থেকে আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন। এক্ষেত্রে আবেদনের ফি বাবদ প্রদেয় টাকা (ফি এর পরিমান সার্কুলারে উল্লেখ আছে) বিকাশের মাধ্যমে -০১৭১৪-০০৬৭০৫ এই নম্বরে পাঠাতে হবে। আবেদন পত্রের নির্ধারিত স্থানে বিকাশ TRX ID (টাকা পাঠানোর পর ফিরতি মেসেজে যে ID আসে) এবং বিকাশ মোবাইল নং (যে নম্বর থেকে বিকাশ করা হয়েছে) অবশ্যই উল্লেখ করতে হবে।
অথবা
খ) আবেদনপত্র ইব্রাহিম কার্ডিয়াকের হেল্প ডেস্ক/ইনফরমেশন ডেস্ক থেকে নির্ধারিত ফি জমা দিয়ে সংগ্রহ করা যাবে।
উপরোক্ত যে কোন একটি প্রক্রিয়ায় আবেদনপত্র সংগ্রহ করে নির্দেশনা অনুসারে ফরম পূরন করে প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত ও সংযুক্ত করে আবেদন পত্রটি সরাসরি অথবা ডাকযোগে ব্যবস্থাপক, মানব সম্পদ, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট (৬ষ্ঠ তলা), ১২২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, শাহবাগ, ঢাকা-১০০০ এর নিকট অফিস সময়ের মধ্যে (সকাল ৮.০০ টা থেকে বিকাল ৪.০০ টা পর্যন্ত) জমা দিতে হবে|
আবেদনপত্রটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
A concern of the Diabetic Association of Bangladesh
ISO 9001:2008 QMS CERTIFIED
122 Kazi Nazrul Islam Avenue, Shahbag, Dhaka-1000.
website: www.ibrahimcardiac.org.bd, Phone : 9671141- 43, 9671145 – 47, Ext- 208, 207, HOT LINE:10677
|