Ibrahim Cardiac
 
 
 
 
 
 
 
বিশ্ব হার্ট দিবস ২০২১ PDF Print E-mail
Wednesday, 29 September 2021 17:23

বিষয়ঃ বিশ্ব হার্ট দিবস ২০২১

অদ্য ২৯ সেপ্টেম্বর ২০২১ খ্রি: সকাল ৮ টায় বিশ্ব হার্ট দিবস ২০২১ উপলক্ষ্যে ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের মেজর সালেক বীর উত্তম কনফারেন্স হলে অধ্যাপক ডা. এম এ রশীদ, প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি; এর সভাপতিত্বে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এবারের বিশ্ব হার্ট দিবস ২০২১ এর প্রতিপাদ্য বিষয় হল "USE LOVE TO CONNECT HEART" (হৃদয় দিয়ে হৃদয়ের যত্ন নিন)

 

আলোচনার শুরুতে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. এসএমজি সাকলায়েন, সহযোগী অধ্যাপক ও কনসাল্টেন্ট, বিভাগীয় প্রধান, ভাসকুলার সার্জারী বিভাগ; এবং স্পিকার হিসেবে ছিলেন ডা. সিএম শাহীন কবির, সহযোগী অধ্যাপক ও কনসাল্টেন্ট, কার্ডিওলজি বিভাগ।

উক্ত আলোচনা সভায়, প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় অধ্যাপক এ কে আজাদ খান, সভাপতি, বাডাস; এবং বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মাহমুদর রহমান, সদস্য, ন্যাশনাল কাউন্সিল, বাডাস। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অধ্যাপক ডা. জি. এম. ফারুক, কোর্স ডিরেক্টর, পোষ্ট গ্রাজুয়েট মেডিকেল কোর্সেস ও অনারারী সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি বিভাগ; অধ্যাপক ডা. মো. লিয়াকত আলী, সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি বিভাগ; অধ্যাপক ডা. মাশহুদ জিয়া চৌধুরী, সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি বিভাগ; অধ্যাপক ডা. মো. রেজাউল করিম, অধ্যাপক ও সিনিয়র কনসালটেন্ট, কার্ডিওলজি বিভাগ; অধ্যাপক ডা. মো. শরিফ হাসান, সিনিয়র কনসালটেন্ট, কার্ডিয়াক সার্জারি বিভাগ; অধ্যাপক লে. ক. (অব.) ডা. মো. হামিদুর রহমান, সিনিয়র কনসালটেন্ট ও বিভাগীয় প্রধান, কার্ডিয়াক এ্যানেসথেসিওলজি বিভাগ; ডা এস এম শহীদুল ইসলাম, সহযোগী অধ্যাপক ও কনসাল্টেন্ট, পেডিয়াট্রিক কার্ডিওলজি, কার্ডিওলজি বিভাগ; ডা. মোহাম্মদ নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ও কনসাল্টেন্ট এবং বিভাগীয় প্রধান, নিউরোসার্জারী বিভাগ; লে. ক. (অব.) ডা. জেড এ ফারুকী, সহযোগী অধ্যাপক ও কনসাল্টেন্ট, কার্ডিয়াক এ্যানেসথেসিওলজি বিভাগ; ডাঃ মোঃ মজিবুর রহমান, হসপিটাল সুপারিনটেনডেন্ট। এছাড়াও ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের অন্যান্য চিকিৎসকবৃন্দ, উর্ধতন কর্মকর্তাবৃন্দ সহ আরো অনেকে উক্ত আলোচনা সভায়  উপস্থিত ছিলেন।

 

উক্ত অনুষ্ঠানের সহযোগিতায় ছিল Incepta Pharmaceutical Ltd. এবং Incepta এর পক্ষ থেকে সমাপনি বক্তব্য রাখেন ডা. গোলাম রিয়াদ চৌধুরী।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন, ডা. সৈয়দ দাউদ মো. তৈমুর, সহকারী অধ্যাপক ও সহযোগী কনসাল্টেন্ট, কার্ডিওলজি বিভাগ।